বাংলা উপন্যাসে নিম্নবর্গের অবস্থান
- রুমা বন্দ্যোপাধ্যায়
সময়টা বড় দ্রুত বদলে যাচ্ছিল। ইতিহাসের ঘর বদলের খেলায় নবাবি আমলটা পলাশী যুদ্ধের কাটাতার পেরিয়ে ক্রমেই সাহেবি কেতায় অভ্যস্ত হয়ে উঠছিল। বদলে যাচ্ছিল সমাজের নীচু তলার মানুষগুলোর ঘরবসতের যাপনচিত্রগুলো। স্বাধীনতা (১৯৪৭) পূর্বকালের পালটে যাওয়া বিন্যাসের সেইসব ছায়া ও মায়া প্রতিবিম্বিত হচ্ছিল সেই সময়কার বাংলা সাহিত্যের দর্পণে। কেমন ছিল তাদের সেই অস্তিত্ব রক্ষার লড়াইয়ের ধরনটা? বাইরের সেই ঢেউ চৌকাঠ পেরিয়ে কতটাইবা তাদের অন্দরে ও অন্তরের মাঝে এসে আছড়ে পড়েছিল ? একত্রিশটি উপন্যাসের শব্দ ও নৈঃশব্দ্যের মধ্য থেকে ১৮৫৮ – ১৯৪৬ খ্রীঃ মধ্যকার সময়টাকে নিম্নবর্গের অবস্থানের দৃষ্টিকোণ থেকে আরো একবার এখানে ধরা থাকল।
জন্ম : কলকাতা, ১৯৫৯।
শিক্ষা : উচ্চপদস্থ সরকারী কর্মচারী বাবার বদলীর সুবাদে বিভিন্ন বিদ্যালয়ে শিক্ষাগ্রহন করে ‘জগৎপুর রুক্মিনী বিদ্যামন্দির বালিকা বিদ্যালয়’ থেকে উচ্চমাধ্যমিক, বারাসাত সরকারী মহাবিদ্যালয় থেকে ‘বাংলা’ সম্মান সহ স্নাতক, ‘কলকাতা বিশ্ববিদ্যালয়’ থেকে ‘বাংলা ভাষা ও সাহিত্য’-এ স্নাতকোত্তর এবং ‘স্বাধীনতা-উত্তর, বাংলা উপন্যাসে নিম্নবর্গের অবস্থান (১৯৪৭ – ১৯৭৭) এই অভিসন্দর্ভের জন্য কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পি.এইচ.ডি. উপাধি প্রাপ্তি।
কর্ম : কর্মজীবন শুরু বেহালা গার্লস হাইস্কুলে শিক্ষকতা ও পরে মহেশতলা মহাবিদ্যালয়ে আংশিক সময়ের অধ্যাপিকা হিসাবে অধ্যাপনার মধ্য দিয়ে। ১৯৯৪ এর ১০ই নভেম্বর থেকে খিদিরপুর মহাবিদ্যালয়ের বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপিকা।
প্রকাশিত গ্রন্থ : ‘স্বাধীনতা-উত্তর, বাংলা উপন্যাসে নিম্নবর্গের অবস্থান।