বাংলা উপন্যাস : সংজ্ঞার সন্ধানে
- প্রিয়কান্ত নাথ রামী চক্রবর্তী
আনুগত্য-নির্ভর-পাঠ-পরিক্রমা নয় – আলোচ্য গ্রন্থ দিকনির্দেশ করছে স্বাদের অভিনবত্ব ও প্রভাবহীন স্বাধীন আবেদন। ঐতিহ্যধারার সঙ্গে সংযুক্ত থেকেও যে বাংলা উপন্যাস পরিক্রমায় মৌলিক প্রতিভার স্বাক্ষর রাখা যেতে পারে — তার ব্যাপক ও নিপুণ রুচির সম্মিলন ‘বাংলা উপন্যাস : সংজ্ঞার সন্ধানে’ গ্রন্থটি। উপন্যাসে আধারিত জীবনের সামগ্রিকতার সঙ্গে অন্তরের সত্য পরিচয় উদঘাটনে তৎপর সমালোচকবৃন্দ। মননশক্তি ও স্বাধীনচিত্ততার মেলবন্ধনে নতুন সৃষ্টির সম্ভাবনাময় পথরেখা তৈরি করবে নিঃসন্দেহে এই গ্রন্থ।