বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের চন্দ্রশেখর
- রতনকুমার নন্দী
বিচ্ছেদে কি প্রেম শেষ হয়? কর্তব্য কি পারে মনকে পাতিব্রত্যে বাঁধতে? টানাপোড়েন জমে প্রতাপ, শৈবলিনী আর চন্দ্রশেখরকে ঘিরে। আবহমানের সংস্কার প্রায়শ্চিত্ত দাবি করে শৈবলিনীর কাছে। প্রতাপের আত্মবিসর্জন প্রেমের উদারতার সাক্ষী হয়ে থাকে। চন্দ্রশেখর দেখিয়ে দেয় প্রায়শ্চিত্তের পর পাপ আর বহমান থাকে না। শুধু শৈবলিনী একাকী অন্তরে বাল্যপ্রেমের অভিশাপকে অনুভব করে চলে। বঙ্কিমচন্দ্রের চন্দ্রশেখর উপন্যাসকে ঘিরে এভাবেই মানবজমিনের তটে জেগে থাকা কিছু ভাবনাকে প্রবন্ধে প্রবন্ধে সাজানো হল এই বইতে।