বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কৃষ্ণচরিত্র
- নাড়ুগোপাল দে
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কৃষ্ণচরিত্র - নাড়ুগোপাল দে
জন্ম ৫ জুলাই, ১৯৬৭। বাঁকুড়া জেলার রাইপুরে। এম.এ. (১৯৯২) কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে। ঐ একই বিশ্ববিদ্যালয় থেকে ‘বঙ্কিমচন্দ্রের প্রবন্ধ : বিষয় ও আঙ্গিক’ বিষয়ে পি.এইচ.ডি. (১৯৯৯)। ১৯৯৮-এর ৫ অক্টোবর আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে স্বল্প সময়ের জন্য যোগদানের মধ্যে দিয়ে অধ্যাপনা জগতে প্রবেশ। ২০০১ – ২০১২ (২৭ জুলাই) কাশীপুর মাইকেল মধুসূদন মহাবিদ্যালয়ে অধ্যাপনা করেছেন। বর্তমানে সিধো-কানহো-বীরসা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অ্যাসোসিয়েট প্রফেসর এবং ডিপার্টমেন্ট-ইন-চার্জ। বঙ্কিমচর্চা করছেন ১৯৯২ থেকে এবং এখনও সে চর্চা অব্যাহত।