বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বিষবৃক্ষ
- নিত্যানন্দ মণ্ডল
কালের চাহিদা মেনে সমাজের বদল ঘটে। সে বদল ইতিহাসের বার-দুয়ার পেরিয়ে সাহিত্যের অন্দরমহলে প্রবেশ করে। বহুবিবাহ ও বিধবাবিবাহের দ্বন্দ্ব সংঘাতে দুলে ওঠে গৃহস্থ যাপনের ভিত্তিভূমি। জন্ম হয় বিষবৃক্ষের। তারপর আরো সময় পেরিয়ে যায়। হঠাৎই কোনো পাঠক তার বিশ্লেষণী মন নিয়ে সেই ফেলে আসা সাহিত্যকে ফিরে পড়তে বসে। তারই নিজস্ব অনুভবের কয়েকটি টুকরো কথা ধরা থাকল এখানে। নতুনকালের চোখে এক চিরন্তন সাহিত্যের সন্ধান।