বঙ্কিমচন্দ্রের বিবিধ প্রবন্ধ নব নিরীক্ষা
- প্রতিমা সরকার
নতুন আঙ্গিকে বঙ্কিমের বিবিধ প্রবন্ধ। আলোচনা গ্রন্থটি লেখার মূল উদ্দেশ্য হলো এর চিন্তন, পরিকল্পনা এবং শৃঙ্খলা যা সময়ের সঙ্গে সঙ্গে নতুন দৃষ্টিকোণ এবং ভঙ্গি সংযোজিত হয়েছে। এই বইটি ছাত্রছাত্রীদের পঠন-পাঠনকে প্রত্যক্ষভাবে সহায়তা করবে, সে বিষয়ে কোন সংশয় নেই। গ্রন্থটি উপযুক্ত মর্যাদা ও স্বীকৃতি লাভ করবে —এমনটাই বাঞ্ছা করি।।
ড: প্রতিমা সরকার প্রাক্তন অধ্যক্ষ।বর্তমানে পাটনা বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগের অধ্যাপিকা। এম.এ. প্রথম শ্রেনীতে প্রথম, স্বর্ণপদক প্রাপ্ত। ১৯৮১ তে পাটনা বিশ্ববিদ্যালয় থেকে পি. এইচ.ডি. করেছেন। একাধিক লেখা বিভিন্ন পত্র পত্রিকায় এবং পুস্তকাকারে প্রকাশিত। ‘বাংলা সাহিত্যে বিদ্যাসাগরের দান’ গ্রন্থটি ‘ইউ.জি.সি.’-র অর্থানুকুল্যে প্রকাশিত (২০০৩) হয়েছে। ২০১১তে হাভার্ড বিশ্ববিদ্যালয়ে (আমেরিকা) বিদ্যাসাগরের ওপরে বক্তৃতা দেবার জন্যে আমন্ত্রিত হয়ে গিয়েছিলেন। এছাড়াও দেশে বিদেশে অনেক সম্মেলনে আমন্ত্রিত হয়ে যোগ দিয়েছেন।