বাঁকুড়ার প্রবাদে সমাজ ও ভাষা ক্ষেত্রসমীক্ষার প্রেক্ষিতে
- তনুশ্রী দে
বর্তমানে উৎকৃষ্ট লেখনী শক্তির সহজ-সরল অভিব্যক্তিগুলি ক্রমশ অতল তলে তলিয়ে যাচ্ছে। প্রাচীন এঁতিহাযগুলি আর প্রকৃষ্ট ব্যক্তির মুখে চর্চিত হয় না। ফলস্বরূপ অবলুপ্তি অবধারিত । তাই সংরক্ষণের প্রচেষ্টায় শূন্যগর্ভ ভবিষ্যতের কথা স্মরণে রেখেই “বীকুড়ার প্রবাদে সমাজ ও ভাষা : ক্ষেত্রসমীক্ষার প্রেক্ষিতে” গ্রন্থটের অবতারণা । গ্রন্থটিতে এমন অনেক অস্তিত্ত আছে যা সজীব ও সত্রিয়। বীকুড়ার প্রত্যন্ত অঞ্চলের প্রবীনদের মুখে আতের কথা বেরিয়ে এসেছে - প্রবাদের মধ্য দিয়ে বীকুড়ার সমাজ ও ভাষার চিত্রটি সুস্পষ্ট ভাবে পরিবেশিত হয়েছে। উক্ত ক্ষেত্রসমীক্ষা নির্ভর গবেষণাধর্মী গ্রন্থটে কৌতূহলী পাঠকবর্গ ও উৎসুক গবেষকদের নিকট এক নতুন দিক উন্মোচিত হবে এই প্রত্যাশা রাখি।