ভবপ্রীতানন্দ ওঝা প্রণীত বৃহৎ ঝুমর রসমঞ্জরী
- শান্তি সিংহ
ভবপ্রীতানন্দ ওঝা ছিলেন দেওঘর বৈদ্যনাথ ধামের প্রধান পুরোহিত। তার জন্ম বৈদ্যনাথধামের কাছে কুণ্ডা গ্রামে। যদিও তার পূর্বপুরুষ ছিলেন মিথিলার মানুষ। মানভূমের পঞ্চকোট-রাজাধিরাজ জ্যোতি:প্রসাদ সিংহদেও-এর পৃষ্ঠপোষকতায়, ঝুমুর-কবি ভবপ্রীতানন্দ ওঝার ‘বৃহৎ ঝুমর-রসমঞ্জরী’ গ্রন্থটি ১৩১৬ বঙ্গাব্দে প্রথম প্রকাশিত। কবির জীবদ্দশায় গ্রন্থটির চতুর্থ সংস্করণ প্রকাশিত হয় ১৩৪০ বঙ্গাব্দে।। বৈষ্ণব পদাবলীতে চন্ডীদাস-বিদ্যাপতি ধ্রুবপদে আসীস ‘মহাজন’, এবং বিশেষ কাব্যরীতির পথিকৃৎ। অনুরূপভাবে, লোকসংগীত ঝুমুরের ভাবগঙ্গোত্রী ভবপ্রীতানন্দ ওঝা। তার ঝুমুর গানের ভাবাদর্শ ও কাব্যরীতিতে অনুপ্রাণিত হয়েছেন তার সমকালে ও পরবর্তীকালে অসংখ্য ঝুমুর-কবি। ধ্রুপদী বা দরবারি ঝুমুরে, এবং নাচনি নাচের ঝুমুরেও তার মান্যতা অদ্যাবধি অক্ষুন্ন। ঝুমুর-সংগীতপ্রিয় নরনারীদের কাছে, সুদীর্ঘকাল ‘বৃহৎ ঝুমর-রসমঞ্জরী’ গ্রন্থটির নির্ভুল-আদর্শরূপ না-থাকায়, এই প্রথম প্রামাণ্য ও মর্যাদাবান সংস্করণ-সম্পাদনা যেন বিলুপ্ত-প্রায় রত্নোদ্ধার।
কবিগবেষক শান্তি সিংহের জন্ম বাঁকুড়ায়। পুরুলিয়ায় একটানা একচল্লিশ বছর তিনি লেখা ও গবেষণাসূত্রে থেকেছেন। ফলে, তার হৃদয়ে ও মননে সমাজতাত্ত্বিক বিশ্বচেতনার গভীরে বিধৃত প্রান্তিক বাংলা বাঁকুড়া-পুরুলিয়া ও সন্নিহিত ছোটনাগপুর মালভূমির বিস্তীর্ণ লোকজীবন, লোকসঙ্গীত এবং বহুমাত্রিক শিল্পসংস্কৃতি - যা রূপেরসে বর্ণময়।
পশ্চিমবঙ্গ রাজ্য সংগীত আকাদেমি থেকে প্রকাশিত তার লোকসংগীত সংগ্রহ : ‘ঝুমুর’, লোকসংস্কৃতি ও আদিবাসী সংস্কৃতি কেন্দ্র থেকে ‘টুসু, পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমি থেকে বসন্তরঞ্জন রায় (জীবনীগ্রন্থ), এবং অন্যান্য প্রকাশনায় ‘বসন্তরঞ্জনের প্রবন্ধাবলী ও শত পুথির সংকলন’, ‘বাউলগান প্রসঙ্গে, ‘বাঁকুড়া-পুরুলিয়ার শিল্প সংস্কৃতি’, ‘লালমাটির লোককথা’, ‘রঘুনাথ মুরমুর জীবন-সাহিত্য ও অলচিকি আন্দোলন’, ‘জীবনশিল্পী রামকিঙ্কর’ থেকে শঙ্খ ঘোষ-সম্পাদনা -- দু’পার বাংলায়।বিশ্ববিদ্যালয়-সমাদৃত গ্রন্থ। তাঁর গ্রন্থ সংখ্যা – ৫০।