বিমল কর : সময় অসময়ের উপাখ্যানমালা
- উজ্জ্বলকুমার মজুমদার । উর্মি রায়চৌধুরী । শচীন দাশ
কখনও আত্মীয়তার অন্তরঙ্গতায়, কখনও ঘনিষ্ঠজনের নিবিড়তায় আবার কখনও সমালোচকের পাঠ-বৈচিত্রে বিমল করের ব্যক্তিসত্তা ও সৃষ্টিদর্শনের কিছু উপলব্ধি এখানে নির্বাচিত প্রবন্ধে ধরা থাকল। বিমল করের গল্প, উপন্যাস, নাটক, গোয়েন্দা গল্প ও হাস্যরসাত্মক রচনা নিয়ে আলোচনা করেছেন কিছু বিশিষ্ট প্রাবন্ধিক। বিশেষ বিশেষ ঘটনায় কিভাবে তিনি আলোড়িত হয়েছেন, তার সাহিত্য সৃষ্টির নেপথ্য ঘটনাপঞ্জী এসবেরই অনুপুঙ্খ বিবরণ এগ্রন্থে আছে। আশাকরি, এই সংকলন পাঠকের বহু অমীমাংসিত প্রশ্নের উত্তর দিতে পারবে।