চৈতন্যভাগবত : সমাজভাবনা
- হেনা বিশ্বাস
‘চৈতন্যভাগবত’—বহুপঠিত একটি কাব্যগ্রন্থ; তা সত্ত্বেও এই গ্রন্থের অবতারণা। মূলত তৎকালীন সময়ের সামাজিক রীতি-নীতি, লোকসংস্কার, রাজনীতি এবং গণতান্ত্রিক ভাবোদ্দীপকের বাস্তব স্রষ্টা চৈতন্যদেবের বাল্য কৈশোর এবং তার অবতার হয়ে ওঠার নাতিদীর্ঘ আলোচনা করেছেন। যা ছাত্র-ছাত্রদের খুবই হৃদয়গ্রাহী হবে। ‘চৈতন্যভাগবত’ — শ্রী চৈতন্যদেবকে আশ্রয় করে রচিত কিন্তু তার পরিধি সমাজের গভীর থেকে গভীরে চলে গেছে; লেখক সেই বিস্তৃত আলোচনায় অগ্রসর না হয়ে গ্রন্থের মূল বা প্রধান বিষয়গুলিকে আলোচনার কেন্দ্রবিন্দু করে তুলেছেন। পাশাপাশি সরলভাবে দেখার চেষ্টা করেছেন। তাত্ত্বিক বা গুরুগম্ভীর আলোচনা অনেক সময়ই আমাদের ভারাক্রান্ত করে তোলে, লেখক সে দোষ থেকে দূরে। আশা করা যায় পাঠকবর্গ এই আলোচনা সহজানন্দে উপভোগ করবেন।