ছেচল্লিশের দাঙ্গা ও দেশভাগ : বাংলা উপন্যাসের দর্পণে
- চন্দন কুমার কুন্দ
ভারতবর্ষের ইতিহাসে চল্লিশের দশকের শেষ পর্যায় ও পঞ্চাশের প্রারম্ভ এক ট্রাজিক ও উদ্বেলিত অধ্যায়। ছেচল্লিশের ‘গ্রেট ক্যালকাটা কিলিং’–এর হাত ধরে সারা দেশে সাম্প্রদায়িক দাঙ্গা ও দেশভাগের বেদনাবহ কাহিনির এক সংক্ষিপ্ত ইতিহাস এই গ্রন্থে গবেষকের চিন্তাশীলতায় যেমন ধরা পড়েছে। তেমনি আছে বাংলা ঔপন্যাসিকদের চিন্তায় ও চেতনায় এই বীভৎস নারকীয়তা ও ছিন্নমূল মানুষের নির্বাসনের যন্ত্রনার কথাসাহিত্যরূপের আলোচনা-পর্যালোচনা। অন্যান্য প্রাদেশিক দাঙ্গা ও দাঙ্গা সম্পর্কিত উপন্যাসের তুলনামূলক আলোচনাও রাখা হয়েছে এই বইটিতে। এ ধরনের উপন্যাসের আঙ্গিক বৈচিত্র্য বিচার সহ এমন বই খুব অল্প আছে বলেই আমাদের বিশ্বাস।