ছোটগল্পের মণিমুক্তা : ব্যাখ্যা ও বিশ্লেষণ
- রবীন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
এই সংকলনে আমরা যে গল্পগুলিকে আলোচনার জন্য রেখেছি তার প্রতিটি যথার্থ মণিমুক্তা। ত্রৈলোক্যনাথ, রবীন্দ্রনাথ, প্রভাতকুমার, পরশুরাম, জগদীশ গুপ্ত, বিভূতিভূষণ মুখোপাধ্যায়, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, বনফুল, শৈলজানন্দ মুখোপাধ্যায়, মণীশ ঘটক, শিবরাম চক্রবর্তী, প্রেমেন্দ্র মিত্র, মানিক বন্দ্যোপাধ্যায়, আশাপূর্ণা দেবী, সুবোধ। ঘোষ, নরেন্দ্রনাথ মিত্র, সত্যজিৎ রায়, বিমল কর, সমরেশ বসু প্রমুখ প্রয়াত গল্পকারদের হরেক বিষয়ের কালজয়ী গল্পের উপর তরুণ গবেষকগণ যে প্রবন্ধগুলি লিখেছেন, তাতে তাদের মৌলিক চিন্তার ছাপ পাঠক নিশ্চই দেখতে পাবেন। জীবিত গল্পকারদের মধ্য থেকে আমরা মহাশ্বেতা দেবী, সুনীল গঙ্গোপাধ্যায়, শীর্ষেন্দু মুখোপাধ্যায় ও হাসান আজিজুল হকের চারটি সুপরিচিত গল্পের উপর যে আলোচনা সংকলনভুক্ত করেছি, তা পড়েও পাঠক আশাকরি তৃপ্ত হবেন।