ছুটির লেখা
- শুভাশিস চক্রবর্তী
সংবাদ প্রতিদিন-এর রবিবারের ক্রোড়পত্র ‘ছুটি’ পাতায় প্রকাশিত হয়েছিল এই নিবন্ধগুলি। কেবল তিনটি রচনার প্রকাশ অন্যত্র। দৈনিক সংবাদপত্রের মেজাজ ও শব্দসংখ্যার সীমিত আয়োজনে হয়ে ওঠা এই রচনাগুলির বিষয়কেন্দ্রে যেমন আছেন রবীন্দ্রনাথ বা মেঘনাদবধ কাব্যের উপেক্ষিত সার্ধশতবর্ষ, তেমনি এখানে অনায়াসে স্থান করে নেন বুদ্ধদেব বসু, সঞ্জয় ভট্টাচার্য, নরেশ গুহ বা বিস্মৃত সাহিত্যসেবী ধর্মযাজক ফাদার ফালো। তবে নিবন্ধগুলির অন্তরলোকে বহমান ছুটির এক অনাবিল ধারাস্রোত তাই এই গ্রন্থের শিরোনাম ‘ছুটির লেখা’।
জন্ম ৯ জুলাই, ১৯৭৭ বাংলা ভাষা ও সাহিত্যে স্নাতকোত্তর। কলেজে বেশ কিছুদিন পড়িয়েছেন অতিথি অধ্যাপক হিসেবে : এই অভিজ্ঞতায় তার মনে হয়েছে ‘অতিথি’ গৃহস্থের কাছে দেবতুল্য হলেও কলেজ কর্তৃপক্ষের কাছে আসলে তৃতীয় শ্রেনীভুক্ত জীব। তাই কলেজ ছেড়েছেন স্বনিয়োজিত শিক্ষকতাকে পেশা করে। অহর্নিশ পত্রিকার প্রধান সম্পাদক এই লেখক স্বপ্ন দেখেন প্রবন্ধ লিখিয়েরাও একদিন ‘সেলিব্রিটি’ হবেন।