ডানা : মুক্তির উড়ান
- সম্পাদনা : শ্রাবস্তী রায় ও অভিষেক রায় চৌধুরী
কথাকার বনফুলের খ্যাতি তাঁর সাহিত্যরীতির কারণে। বাংলা সাহিত্যে যেমন ক্ষুদ্রতম গল্পের অবদান রেখেছেন তিনি, উপন্যাসের ক্ষেত্রে তেমই রেখেছেন মহাকাব্যের ব্যঞ্জনা। ‘ডানা’ উপন্যাসে তিনি বিজ্ঞান, দর্শন এবং সাহিত্যের ত্রিধারার বেণীবন্ধন করেছেন। পাঠকের কাছে এই উপন্যাস বিশেষ মনোযোগের দাবী রাখে। এই গ্রন্থে উক্ত তিন দিক থেকেই আলোকপাত করা হয়েছে। পাঠক সেই আলোয় পথ চিনে ত্রিধারা বেণীর বন্ধনমুক্তি ঘটাবেন তাঁর সহৃদয় সংবেদনায়।