দেশ-বিদেশের লোকব্যক্তিত্ব
- সুদীপ্ত চৌধূরী
১৮১২ খ্রিস্টাব্দে গ্রিম ভাতৃদ্বয়-এর লোককথার সংকলনটি প্রকাশের মাধ্যমে আন্তর্জাতিক বিদ্যায়তনিক ক্ষেত্রে ফোকলোরচর্চার যে শুভ সূচনা, সেখান থেকে বর্তমান পর্যন্ত, - এই দ্বিশতবর্ষ অতিক্রান্ত কালপর্বে সমগ্র বিশ্বে লোকসংস্কৃতিচর্চায় বিশিষ্ট অবদান বহনকারী, পরলোকগত মোট একশো পঁচিশজন লোকব্যক্তিত্বের সংক্ষিপ্ত জীবনী এবং তাঁদের বৈচিত্র্যময় কর্মধারার প্রামাণ্য দলিল নির্মাণের প্রচেষ্টাই এই অভিযানপম গ্রন্থের মুখ্য উপজীব্য।