দেবী গর্জন : গণদেবতার লোকায়ত প্রতিবাদ
- গৌরাঙ্গ দণ্ডপাট
বিশ শতকে বাঙলা নাট্যের গণমুখি পালাবদলের প্রধান পুরোহিত বিজন। তাঁর নাট্য অনুভবে বিজড়িত ছিলো মানুষের মুক্তিকাঙ্ক্ষা। মার্কসবাদ ছিলো তার ধ্যানে, আর জাগরণে ছিলো বাস্তবের ভারতবর্ষ। অঙ্কের ঐকিক নিয়মে নয়, মার্কসবাদকে আত্মস্থ করে জনগণের নিহিত শক্তি সম্ভাবনাকে জাগিয়ে তোলার মধ্যেই আছে একটা বলশালী ভারতবর্ষ—এমনটাই ভাবতেন তিনি। দেবীগর্জন-এ আছে সে কথা। দেবতার পাদ-পদ্মে মাথা নোয়ানো মানুষগুলো চেতনার ঐকতানে কীভাবে গণ-দেবতায় আস্থাশীল হয়ে উঠলো এ নাটক দেখায় সেই পথ এই একটি মাত্র নাটকেই বিজনের বৌদ্ধিক মর্মটিকে খুঁজে পাওয়া সম্ভব।