দিনময়ী, সারদাসুন্দরী : কিছু বুজে যাওয়া স্বর
- দীপঙ্কর ভট্টাচার্য
রাত ন‘টায় চলে গেলেন দিনময়ী। তখন ভরা বর্ষা। বিদ্যাসাগর-পত্নীর দাম্পত্য-যাপনেও তো ঘন হয়ে আছে মেঘ। ৪১ বছরের দাম্পত্যজীবনে সারদাসুন্দরীই বা কী পেলেন! ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের মতো বিখ্যাত মানুষের পত্নী হওয়ার মূল্য তাদের দিতে হয়েছে যন্ত্রণা-পাওয়ার অভ্যাস অনুশীলনে। সেইসব গাঢ় ব্যথার কিছু সংলাপ।
দীপঙ্কর ভট্টাচার্য (১৯৬৭), নানা পত্র-পত্রিকায় নিয়মিত লেখক। টাকি সরকারি কলেজ, প্রেসিডেন্সি কলেজের পর বর্তমানে কোচবিহার এ.বি.এন. শীল কলেজে বাংলার শিক্ষক। ‘কথাশিল্পী সরোজকুমার’, ‘দিনময়ী, সারদাসুন্দরী : কিছু বুজে যাওয়া স্বর’, ‘সালেমন, কবিরণ : বজবজে সুভাষ মুখোপাধ্যায়’, ‘চারুলতার চিঠি’ প্রভৃতি বইয়ের লেখক।