মালদা জেলার ডোমনী গান : সাম্প্রতিক সমীক্ষা
- দেবশ্রী পালিত
ডোমনী মালদা-ঝাড়খন্ড সীমান্ত অঞ্চলের জীবনের গান, মিশ্রভাষী মানুষের ‘আন্তর্প্রাদেশিক সংস্কৃতি’ (Inter State Culture)। এর বিদ্যায়তনিক সম্ভাবনাও উজ্জ্বল। ডোমনী-গানের সূত্রে বাংলা ও ঝাড়খন্ড রাজ্যদ্বয় একই সাংস্কৃতিক সীমায় সমন্বিত হয়েছে। নৃবিজ্ঞানে এই ঘটনার নাম ‘সাংস্কৃতিক আন্তর্পবেশ’। ক্ষেত্র সমীক্ষা করে পাওয়া ডোমনীর ঐতিহ্যগত ও পরিবর্তিত ধারার উপস্থাপনা, ডোমনীর অ্যাপ্লায়েড ব্যবহার, মৃতপ্রায় সংস্কৃতির পুনরুজ্জীবন এবং প্রসঙ্গ, লোকশিল্পীদের সচিত্র পরিচয়দান-এই গ্রন্থটির সুচিহ্নিত ব্যতিক্রমী অভিমুখ।