দ্বিজেন্দ্রলালের নাট্যভাবনার আলোকে নুরজাহান
- বাণিদীপা মণ্ডল
বাংলা সাহিত্যে নাটক অনেকটাই আধুনিক বিষয়। তবে তার লক্ষণ আমরা ফুটে নাটগীতির মধ্য দিয়ে। বাংলা নাটকে পাশ্চাত্য প্রভাবের সবথেকে গুরুত্পূর্ণ যে 'দিক, সেটি হল ট্রাজেডি। বাংলার নাট্যকারগণ বাংলা ভাষায় ট্রাজিক নাটক রচনায় শুরুর দিকে তেমন আগ্রহ প্রকাশ না করলেও পাশ্চাত্য শিক্ষিত, পাশ্চাত্য বাংলা নাটককে ভাবতরলতা, ভক্তিরসের আধিক্য ও নি্নরুচির সংলাপ থেকে মুক্ত করতে বদ্ধপরিকর ছিলেন। 'নুরজাহান” নাটকটি তার উৎকৃষ্ট উদাহরণ। বইটিতে হয়েছে নাট্যবিশ্লেষণের আঙ্গিকে। প্রাসঙ্গিকভাবে সাজাহানের ট্রাজেডি প্রসঙ্গও এসেছে সংক্ষিপ্তাকারে। এছাড়া এতিহাসিক ধারাক্রম ধরে ট্রাজেডি প্রসঙ্গে কিছু প্রসঙ্গ ও কথা লিপিবদ্ধ করা হয়েছে। উৎসাহী পাঠকের ভালোলাগাতেই পুস্তকটির সার্থকতা।