একালের কবিতা : এসময়ের কবিতা
- বাবুল হোসেন
কবিতা তো শুধু কবির নয়, পাঠকেরও। কবি তাকে সৃষ্টি করেন কলমের আঁচড়ে; পাঠক তাকে আবিষ্কার করেন মনের উপলব্ধিতে। তাই বারবার পঠনে চেনা কবিতাও হয়ে ওঠে নতুন। এই নতুনত্বের আস্বাদনের তাগিদেই এই বইয়ের পরিকল্পনা। অধ্যয়নের প্রয়োজনে পড়তে যাওয়া কবিতাগুলোই ভালো লাগার টানে নতুন আঙ্গিকে ধরা পড়েছে এখানে। সঙ্গে রয়েছে কবি জীবনেরও জানা অজানা নানা তথ্য। সব মিলিয়ে আলোচনাগ্রন্থটি একাধারে তথ্যবহুল ও মনোগ্রাহী।