এবং ইন্দ্রজিৎ : প্রাসঙ্গিক পাঠ
- অরুনাংশু মুখার্জী
‘এবং ইন্দ্রজিৎ’ নাটকটি নিয়ে আজও আমাদের আগ্রহ অব্যাহত। যেমন তা পাঠ, তেমন তার বিষয়ে আলোচনা সমালোচনায় আমরা সমানভাবে উৎসাহী। এরই ফলশ্রুতি ‘এবং ইন্দ্রজিৎ : প্রাসঙ্গিক পাঠ’ পাঠ্যসুচির সহায়ক হিসাবে তো বটেই সাধারণ পাঠক মহলের কৌতূহলের পরিতৃপ্তি এবং উচ্চতর ক্ষেত্রে অধ্যয়ন ও গবেষণার ক্ষেত্রেও যাতে গ্রন্থটিকে ব্যবহার করা যায় সেদিকে বিশেষ নজর দেওয়া হয়েছে এই গ্রন্থে।