এক সৈনিকের জীবনকাহিনি
- কাশীনাথ সরকার
একজন অতিসাধারণ মানুষের অসাধারণ হয়ে ওঠার কাহিনি। জীবিকা তার জীবনকে করে তুলেছে অনন্য। উঁকিঝুঁকি দিতে মন যায় সে জীবনে। সে সুযোগ লেখক করে দিয়েছেন স্বেচ্ছায়। পেশার আর নেশার সমন্বয়ে দেখেছেন ভারতের বিভিন্ন অঞ্চল। প্রাক্তন এই ব্যতিক্রমী সেনানী বয়সের বাধা পেরিয়ে নতুনত্বের সন্ধানে পাড়ি জমাতে আগ্রহী। তাই তো অবসর জীবনে প্রাণোচ্ছল জীবনের নতুন সঙ্গী করে নিয়েছেন লেখাকে। আমাদের সঙ্গে সানন্দে ভাগ করে নিয়েছেন তার অমূল্য জীবন-অভিজ্ঞতা। এই বইয়ের পরতে পরতে রয়েছে তার মরমী উপস্থিতি।
১২ নভেম্বর ১৯৪৫ নিম্নবিত্ত চাষি পরিবারে জন্ম। ভারতীয় সেনা বিভাগে যোগদান ১৯৬৬ তে। ভ্রমণ তার নেশা, ভারতের বিভিন্ন প্রদেশে তার সমৃদ্ধ বিচরণ এবং গুণীজনদের কাছে সম্মান লাভ। সর্বভারতীয় স্তরে সাঁতার ও খেলাধূলায় সক্রিয় অংশগ্রহণ। ২০১২ থেকে ২০১৬, সাঁতারে সর্বভারতীয় স্বর্ণপদক লাভ, নিবেদিতা সম্মান ২০১৭, আরও বহু সম্মান সমাদর ও পুরস্কার। বর্তমানে সমাজসেবামূলক কাজে জীবন কাটাচ্ছেন। বাঙ্গালুরু প্রবাসী এই মানুষটির অন্যান্য অনেক কাজের সঙ্গে সাহিত্যের প্রতি ভালবাসাও অপরিসীম।