একই সত্তার ভিন্নমুখী প্রকাশ রাধারানী ও অপরাজিতা
- রাজু লায়েক
রাধারাণী দেবীর জন্ম বিংশ শতাব্দীর প্রথম দশকে। রাধারাণী দেবীর সাহিত্য প্রাসঙ্গিক হয়ে আছেন। রাধারাণী দেবীর বা অপরাজিতা দেবীর সাহিতা পরিচয় ও এই গ্রন্থ, যেখানে আছে লেখিকার জীবনের সঙ্গে তার সাহিতাকর্মের আস্তঃসম্পর্কের কথা। প্রচুর তথা সহযোগে লেখা এই গ্রন্থটি লেখিকাকে নতুন করে চিনে নিতে সাহায্য করবে।
জন্ম, জানুয়ারি ১৯৮৭ । পশ্চিম বর্ধমান জেলার আসানসোলে। বীজপুর নেতাজী শিক্ষা নিকেতন থেকে বিদ্যালয়ের পাঠ সমাপ্ত করে বি. বি. কলেজ থেকে বাংলায় সাম্মানিক স্াতক। কাশী হিন্দু বিশ্ববিদ্যালয় থেকে স্লাতকোন্তর উত্তীর্ণ হওয়ার পর এখান থেকেই গবেষণা করে পি এইচ. ডি. উপাধি অর্জন করেন। ছাত্র থাকাকালীন সময়ে UGC NET(JRF) এবং SLET পাশ করেন। এযাবৎ বিভিন্ন পত্র-পত্রিকায়, গ্রন্থে বাংলা প্রকাশিত হয়েছে।