ইউরোকেন্দ্রিকতা ও শিল্প সংস্কৃতি
- সম্পাদনা অঞ্জন সেন ও উদয়নারায়ণ সিংহ
ইউরোকেন্দ্রিকতা নিয়ে কিছুদিন নতুনভাবে চর্চার শুরু হয়েছে। এই সংকলনে কৃষ্ণচন্দ্র ভট্টাচার্য, নীহাররঞ্জন রায় প্রমুখদের চিন্তান্তাবনার সঙ্গে সমকালীন চিন্তা সংকলিত হল। আজ বিশ্বায়নের যুগে সংকলিত নিবন্ধগুলি এ বিষয়ে চিন্তান্তাবনার সহায়ক হবে।
জন্ম ১৯৫১, কলকাতা। কবি, প্রাবন্ধিক, উত্তর আধুনিক সাহিত্য চেতনার অন্যতম প্রবক্তা। সাহিত্য ও শিল্পকলার জগতে সমানভাবে বিচরণ করেন। উচ্চাঙ্গ সংগীত ও লোকসংগীত সংগ্রহ করা তার নেশা। তিনটি সেমিস্টারে আসাম বিশ্ববিদ্যালয়ে আমন্ত্রিত-লেখক হিসেবে বিশেষ বক্তৃতা দিয়েছেন। সংস্কৃতি মন্ত্রকের টেগোর ন্যাশনাল স্কলার ছিলেন। প্রকাশিত প্রবন্ধের সংখ্যা ৭০ এর ওপরে। সাহিত্যতত্ত্ব বিষয়ক পত্রিকা ‘গাঙ্গেয়পত্র’ সম্পাদনা করছেন ১৯৭৫ থেকে। পদ্ধতিগতভাবে সাহিত্যের ছাত্র না হলেও যাদবপুর, ঢাকা, চট্টগ্রাম, কলকাতা, দক্ষিণ গুজরাট বিশ্ববিদ্যালয়ে বক্তৃতা দিয়েছেন। ‘ভ্রমরা’ লোকসংগীত সংস্থার সভাপতি। ‘কলকাতা লিটল ম্যাগাজিন লাইব্রেরি ও গবেষণা কেন্দ্রে’-এর সঙ্গে যুক্ত।