গীতিকবিতা : কবি ও কবিমন
- স্নিগ্ধা চট্টোপাধ্যায়
বাঙালির ইতিহাসে, বাংলা সাহিত্যের ইতিহাসে, ঊনবিংশ শতাব্দী এক নবজাগরণের কাল। একদিকে পাশ্চাত্য প্রভাব, অন্যদিকে দেশীয় ঐতিহ্য রক্ষা দুইয়ের দোলাচলে বাঙালী জাতি এক নব্যদ্বন্দ্বে দ্বিধান্বিত। এর মধ্যেই শিক্ষিত সমাজ আত্মপ্রতিষ্ঠার মাধ্যম খুঁজে পেল সাহিত্যের নানা নব্যরূপের মধ্যে দিয়ে। গীতিকবিতা—তার মধ্যে অন্যতম ও গুরুত্বপূর্ণ একটি মাধ্যম। বর্তমান গ্রন্থে ঊনবিংশ শতাব্দীর প্রতিনিধি স্থানীয় নয়জন কবির গীতিকবিতা-র পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করা হয়েছে যা পাঠককূলকে সমৃদ্ধ করার আশা রাখে।