গৌরকিশোর ঘোষ সাংবাদিক ও সাহিত্যিক
- মিঠু নাগ
যে সব বাঙালি পাঠক সাহিত্যে ভিন্ন রুচির অধিকারকে বহন করেন, তাদের সঙ্গে গৌরকিশোর ঘোষের আত্মীয়তা সুনিবিড়। পেশায় সাংবাদিক গৌরকিশোর সাহিত্যেও তাঁর স্বতন্ত্র একটি ঘরানা তৈরি করে গেছেন। কেমন ছিলেন গৌরকিশোর তার সাহিত্যের ঘরদুয়ারে অথবা ব্যক্তিজীবনে কিংবা সাংবাদিকতার সীমা ও পরিসরে? কৌতুহলী পাঠককে এ-সবেরই একটি রেখাচিত্র দেবে এই বই। সৎ নির্ভীক সাংবাদিকতার পাশাপাশি জীবনের নানা বাস্তব অভিজ্ঞতার অকপট বলিষ্ঠ উদঘাটনে যে কয়েকজন মুষ্টিমেয় লেখক বাংলা সাহিত্যে তাদের আসন পাকা করে নিতে পেরেছেন, তাদেরই অন্যতম গৌরকিশোর ঘোষ। আবার সিরিয়স সাহিত্য ও জীবনচর্চার সমান্তরাল এক সুক্ষ রসবোধের তাগিদেই সৃষ্টি হয়েছিল ‘ব্রজদা’-র মতো চরিত্র, ‘রূপদর্শী’ ছদ্মনামে লেখা রচনাগুলি কিংবা গৌড়ানন্দ কবি ভণে’-র মতো কলাম। সেই গৌরকিশোরের সামগ্রিক পরিচয় উন্মোচনের চেষ্টা করেছিলেন অধ্যাপিকা মিঠু নাগ তার শ্রমসাধ্য গবেষণা কর্মে। এই বইটি তার সেই গবেষণা কর্মেরই অবিকল প্রতিরূপ। দুর্ভাগ্যবশত মিঠু আজ আর আমাদের মধ্যে নেই। অথচ তার বড় সাধ ছিল তাঁর গবেষণার এই গ্রন্থরূপটি দেখে যাওয়ার। তার সেই অসম্পূর্ণ স্বপ্নকে রূপ দিতেই আমাদের এই প্রয়াস।