হেমলতা দেবীর কাব্য-কবিতা সংকলন
- তাহরিনা নাসরিন
একদিকে রাজা রামমোহন রায়ের পরিবারের ভাবধারা এবং অপরদিকে দেবেন্দ্রনাথ ঠাকুরের ধর্মজীবনের প্রভাব ও নিজস্ব সংযত জীবনের সাধনায় মিলিত হয়ে এই ত্রিবেণী সঙ্গমে পূণ্য তীর্থে পরিণত হয়েছেন যিনি, তিনি হলেন হেমলতা দেবী। এই হেমলতা বাল্যকাল থেকে আজীবন গায়ত্রী মন্ত্র জপ, শাস্ত্রচর্চা ও সাহিত্যচর্চা করে গেছেন যা উনিশ শতকের নারীদের জীবনধারায় এক বিরল দৃষ্টান্ত। তার শাস্ত্রানুরাগ, উন্মুক্ত মন ও আধ্যাত্মিক ভাবনায় তিনি বিশেষ জনপ্রিয় ছিলেন। তার তিনখানি কাব্যগ্রন্থ ও বিভিন্ন পত্রিকায় ছড়ানো বেশ কতকগুলি কবিতা সম্ভারকে এক সূত্রে গ্রন্থিত করে এই সংকলনটি প্রকাশ করা হয়েছে।