হিরণ্যদ্যুতি
- অর্পিতা বন্দ্যোপাধ্যায়
২০১৭'র, ২৮ জুলাই । বিশিষ্ট সাহিত্যিক অধ্যাপক হীরেন চট্টোপাধ্যায় চলে গেলেন। একজন অধ্যাপক হিসেবেই নন, একজন মানুষ হিসেবেও সকলের কাছে তিনি ছিলেন “মুশকিল আসান”। বাংলা সাহিত্যে তার অবদান বিশেষ ভাবে উল্লেখ্য অগাধ পাণ্ডিত্যের সঙ্গে অপরিমেয় রসবোধ তার সাহিত্যকর্মে এক অন্য মাত্রা যোগ করেছিল। হীরেন চট্টোপাধ্যায় ছিলেন 'অজাতশত্রু'। তার অগনিত ছাত্র-ছাত্রী, বন্ধু-বান্ধব, ঘনিষ্ঠটজন, এমনকি সহকর্মীদের কাছেও তিনি ছিলেন পরমণপ্রিয়। এমন একটি নক্ষত্র পতনের পাঁচ বছর পরে প্রকাশিত হচ্ছে “হিরণ্যদ্যুতি”। এই গ্রন্থে তার শিক্ষক থেকে বিভিন্ন ক্ষেত্রে কৃতি ছাত্র-ছাত্রী, তার সুবিশাল কর্মজগতের সঙ্গে যুক্ত বহু বিশিষ্ট ব্যক্তি ও বন্ধু লিখেছেন হীরেন চট্টোপাধ্যায়ের কথা - ধরা পড়েছেন জানা-অজানা হীরেনবাবু। এই বই তার প্রতি আমাদের শরদ্ধার্থ্য। আপনি যেখানেই থাকুন ভালো থাকুন স্যার।