হৃদপিণ্ডের ব্যাথা
- জাহানারা মজুমদার
জাহানারা কবিতা আমাদেরকে সময় এবং না সময়ের কথা বলে, বলে জীবনযাপনে অসংগতির কথা, মাটির খুব কাছ থেকে জীবনকে দেখেছেন কবি। অসংগতি আর বৈষম্য তাকে বারবার হতাশ করে। নারী পুরুষের ভেদরেখা মুছে দেবার প্রয়াস তার লেখায় উদ্জ্বল। দেশকে ভালবাসা ঈমানের অঙ্গ এই বোধ লালিত হয় জাহানারার লেখায়। বারবার ফিরে তাকান অসহায় কান্নাগুলোর দিকে; এ কান্না থেমে যাক যেটা চান তিনি। মানুষের পৃথিবীতে মানুষ কেন তার ন্যায্য পাওনা থেকে বঞ্চিত হবে এ প্রশ্ন বারবার করেছেন তার লেখায়। গদ্য ছন্দে লিখতে পছন্দ করেন কবি।