ঈশ্বরচন্দ্র গুপ্ত : সাহিত্য ও সাংবাদিকতা
- ভবেশ মজুমদার
ঈশ্বরচন্দ্র গুপ্তের দ্বি-শতজন্মবার্ষিকী পেরিয়ে গেল। যুগসন্ধির কবির মহিমা নিয়ে বাংলা সাহিত্যের ইতিবৃত্তে তিনি দাঁড়িয়ে আছেন। তার বিচরণ কাল থেকে আজকের সময় আবহে বাংলা তথা ভারতের রাজনৈতিক – সামাজিক - অর্থনৈতিক – নৈতিক – মনস্তাত্ত্বিক সমস্ত ক্ষেত্রে ঘটে গেছে ব্যাপক পরিবর্তন। কিন্তু তার যশমহিমা যেমন ছিল। প্রায় তেমনই আছে। নবীন - প্রবীণ অধ্যাপক - গবেষকের মিলিত প্রয়াসে নির্বাচিত প্রবন্ধগুলিতে ঈশ্বর গুপ্তের কবি ও সাংবাদিক সত্তার প্রতি আলাোকপাত করা হয়েছে, যা গুপ্তকবি সম্পর্কে আজকের পাঠককে সচেতন করবে।
ড. ভবেশ মজুমদার কলিকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাম্মানিক বাংলায় স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন যথাক্রমে হাজার ১৯৯৫ ও ১৯৯৭ সালে। উভয় ক্ষেত্রেই প্রথম শ্রেণীতে উত্তীর্ণ। মধ্যযুগের বাংলা সাহিত্য মূলত তার আগ্রহের জায়গায়। কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে অধ্যাপক তাপস বসুর তত্ত্বাবধানে মঙ্গলকাব্য-গবেষণা করেছেন।সুধীজন কর্তৃক প্রশংসিত হয়েছে তার "মঙ্গলকাব্য আর্য-অনার্য সংস্কৃতি সমন্বয়" গবেষণা কর্মটি। লোকসংস্কৃতির প্রতিও রয়েছে তার সমান ভালবাসা। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি অর্থানুকূল্যে "গাছি সম্প্রদায় জীবন ও সংস্কৃতি" শিরোনামে অনু-গবেষণা করেছেন। বর্তমানে সুধিরঞ্জন লাহিড়ী মহাবিদ্যালয়ে (মাজদিয়া) সহযোগী অধ্যাপক পদে কর্মরত।