BangiyaSahitya বঙ্গীয় সাহিত্য সংসদ
সাহিত্য আর বিশ্লেষণ, বাঙ্গালীর অবলম্বন

ইতিহাস চিহ্নিত সাহিত্য

- সুমিতা চক্রবর্তী

ITIHAS CHINHITYA SAHITYA
Itihas Chinhitya Sahitya
by Sumita Chakraborty

ISBN - 9789383590735
Price - Rs. 400

 

ইতিহাস চিহ্নিত সাহিত্য


সাহিত্যের সঙ্গে ইতিহাস, সমাজ-রাজনীতির প্রেক্ষাপট এবং দর্শন-ভাবনার সংযোগ অবিচ্ছিন্ন। বিশেষ করে সাহিত্য আর ইতিহাসকে আলাদা করাই যায় না। সাহিত্য জন্ম নেয় ইতিহাসের পরিমণ্ডলে। ইতিহাসও প্রায়শই নিজেকে খুঁজে পায় সাহিত্যের ভাষায় এবং ভাষ্যে, এমনকী লিখিত বয়ানের অনুপস্থিতিও রচনা করে আর এক রকমের। ইতিহাস। এই সংকলনের নিবন্ধগুলি বিভিন্ন সময়ে বিভিন্ন উপলক্ষ্যে লিখিত হয়েছে বিগত প্রায় কুড়ি বছর ধরে। এতদিন কোনো সংকলনভুক্ত হয়নি। একটি সংকলনের মধ্যে। বিষয়-ঐক্য এবং চিন্তন-সংহতি থাকলে তবেই পাঠকের কাছে সেই সংকলনটি প্রয়োজনীয় হয়ে ওঠে। এই লেখাগুলিতে সাহিত্যের পর্যালোচনা প্রাধান্য পায়নি। যে সাহিত্যকৃতিগুলি লেখার অবলম্বন সেগুলি সবই যে খুব উচ্চস্তরের তা-ও নয়। কিন্তু সেই নির্দিষ্ট ভাষাশিল্প-সংরূপের সঙ্গে ইতিহাসের। পটভূমি ও বাতাবরণ এমনভাবে জড়িয়ে আছে যে, সেই পারস্পরিকতার আলোয় দেখতে হবে সেই নির্দিষ্ট সাহিত্য-বিষয়ক আলোচনাটিকে। ইতিহাস মনে না রেখে সেই সাহিত্যের প্রকৃতি এবং গুরুত্ব অনুভব করা সম্ভব হবে না। এই প্রবন্ধ-সংকলন ইতিহাসে আগ্রহী সাহিত্য-পাঠকদের জন্য। সেই সঙ্গে সব পাঠকদের জন্যই। আপাতভাবে ইতিহাসে অনাগ্রহী সাহিত্য-পাঠকদের কাছে এই আলোচনা-গ্রন্থ একটু নতুন দৃষ্টিভঙ্গির বাহক বলে মনে হতে পারে।


SUMITA CHAKRABORTY

সুমিতা চক্রবর্তী

জন্ম ১৯৪৬, ২৪ এপ্রিল। পিতা ডাক্তার বিভূতিভূষণ সরকার। মাতা স্নেহকণা সরকার। উভয়েই প্রয়াত। পশ্চিমবাংলার পশ্চিমপ্রান্তিক ছোটো শিল্প-শহর কুমারডুবিতে কাটে বাল্য, কৈশোর। বিদ্যালয়ের পাঠ শেষ করেছেন কুলটি গার্লস হাইস্কুল-এ (১৯৬১), কলেজের পাঠ সম্পন্ন হয়েছে আসানসোল গার্লস কলেজ-এ (বি.এ. ১৯৬৫)। বাংলায় এম. এ. ১৯৬৭-তে, বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে। মাইথন কলেজ ও ভাগলপুর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে কিছুদিন কাজ করবার পর বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট ডিগ্রি লাভ (১৯৭২)। ১৯৭৪ খ্রিস্টাব্দ থেকে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপিকা। বিবাহ ১৯৭৪, স্বামী প্রয়াত প্রবীর কুমার চক্রবর্তী। বর্তমানে দক্ষিণ কলকাতার যাদবপুরের অধিবাসী, সুমিতা চক্রবর্তী পঠন-পাঠন ও নিজের লেখালিখির জগতেই থাকেন। এযাবৎ প্রকাশিত গ্রন্থের সংখ্যা উনিশটি। অগ্রন্থিত প্রবন্ধ অনেক। সম্পাদিত গ্রন্থ আটটি। উল্লেখযোগ্য রবীন্দ্রনাথ ঠাকুর সম্পাদিত 'বাংলা কাব্য পরিচয়’ সংকলনের পুনঃসম্পাদিত সংস্করণ। প্রধানত বিংশ শতাব্দীর সাহিত্যে তাঁর বিচরণ। সাহিত্যতত্ত্বেও আগ্রহী।




×

বঙ্গীয় সাহিত্য সংসদ

ITIHAS CHINHITYA SAHITYA

Itihas Chinhitya Sahitya
by Sumita Chakraborty
ISBN - 9789383590735
Price - Rs. 400


Please Enter Your Contact Details

×

বঙ্গীয় সাহিত্য সংসদ

ITIHAS CHINHITYA SAHITYA

Itihas Chinhitya Sahitya
by Sumita Chakraborty
ISBN - 9789383590735
Price - Rs. 400


Thank you for placing your order.

We will contact you for more details regarding payment and shipment.

×

বঙ্গীয় সাহিত্য সংসদ

সবিনয়ে নিবেদন,

মন ভূবনের আলো-ছায়া অনূদিত হয় অক্ষরের টানে, সাহিত্যের সীমা ও সীমান্তে৷ এক ভাবনার ঢেউ ভিন্ন মনের তটে গিয়ে কুল ভাঙে, বসত গড়ে৷ লেখন ও পঠনের তীর ধরে বাউণ্ডুলে ভাবনার যাত্রাপথগুলি প্রায়শই গম্ভব্য খুঁজে পায়৷ সেইসব যাত্রাপথে কিছু আলোক সন্ধান দেবে আমাদের বইগুলি৷ বিষয়গুলি নাড়া দিয়ে যাবে চিন্তাশীল পাঠকের মনে, প্রাবন্ধিকের ভাবনাকে সমৃদ্ধতর করবে, ভেঙে দেবে কিছু প্রথাবদ্ধ ধারণাও৷ মননের সেই ঐতিহ্য ও আধুনিকতার ছন্দবন্ধনকে চিরন্তন করে রাখার প্রয়াশ ধরা আছে আমাদের প্রকাশনার মধ্যে, এ সম্বন্ধে আপনারাও অবহিত আছেন, সে প্রমাণ আমরা বারে বারেই পেয়েছি৷

আপনাদের সকলের সহযোগিতা, মতামত ও শুভেচ্ছা একান্ত কাঙ্ক্ষিত ৷

ধন্যবাদান্তে-
দেবাশিস ভট্টাচার্য

BANGIYA SAHITYA SAMSAD

6/2, Ramanath Majumdar Street
Opposite Chittaranjan College
Kolkata, West Bengal 700009
9830428405
[email protected]

আমরা বইয়ের বন্ধু, পাঠকেরও॥