বাংলা নাটকে জনতা-চরিত্র
- দেবেন্দ্রনাথ সরকার
বাংলা নাটকে ‘জনতা-চরিত্র’ সম্পর্কে পূর্ণাঙ্গ বই বিরলদৃষ্ট। আলোচ্য। গ্রন্থে জনতার সংজ্ঞা ও বৈশিষ্ট্য যেমন আলোচনা করা হয়েছে, তেমনি পাশাপাশি গ্রিক ও পাশ্চাত্য নাটক এবং সংস্কৃত নাটকে জনতা-চরিত্রের সংক্ষিপ্ত আলোচনা ও করা হয়েছে। বাংলা নাটকের জনতা-চরিত্র সূচনা পর্ব থেকে, সাম্প্রতিক কালের বেশ কিছু নাটককে বেছে নেওয়া হয়েছে, তার মধ্যে গুরুত্ব পেয়েছে মধুসূদন দত্ত, দীনবন্ধু মিত্র, গিরিশ ঘোষ, দ্বিজেন্দ্রলাল রায় ও রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথের নাটকে জনতা-চরিত্রের বহুল প্রয়োগ ও বৈশিষ্ট্য লক্ষণীয়। সাম্প্রতিক কালের নাটকে জনতার যে একটা বিশিষ্ট স্থান আছে, তা দেখানোর চেষ্টা হয়েছে। এক-কথায় বাংলা নাটকে জনতা-চরিত্রের শুধু গুরুত্ব বা প্রয়োজনীয়তাই নেই; অনেক নাটকে জনতাই নাটকের মূল শক্তি বা নিয়ন্তার ভূমিকা নিয়েছে।
জন্ম - পূর্ববঙ্গের ঢাকা জেলার মানিকগঞ্জের নিমতা-পাড়া গ্রামে; পঞ্চম থেকে দশম শ্রেণী ধুবুলিয়া দেশবন্ধু উচ্চ বিদ্যালয়ে, সাম্মানিক বাংলা নিয়ে কৃষ্ণনগর সরকারি মহাবিদ্যালয়ে পাঠ সম্পূর্ণ করে ১৯৭০-এ কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় এম.এ.; তারপর ঐ বিশ্ববিদ্যালয়ের অধীনে ছয় মাস আইনের পাঠ গ্রহণ এবং বাণীপুর পি.জি.বি.টি. কলেজ থেকে পি.জি.বি.টি. ডিগ্রী লাভ; ১৯৭৪-এর ৯ই জানুয়ারি থেকে নদীয়া জেলার বেতাই-এ অবস্থিত ড. বি. আর. আম্বেদকর কলেজ-এ অধ্যাপনা-জীবন শুরু; ১৯৮৯-এ কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা নাটকে ‘জনতা-চরিত্রের’ উপর গবেষণা করে পি.এইচ.ডি. ডিগ্রি লাভ এবং কলেজে রীডার পদে উন্নীত হন। ১৯৯৯-এর নভেম্বরে রানাঘাট কলেজের অধ্যক্ষ হিসেবে যোগদান; ২০০১-এ পূর্বের কলেজে ফিরে আসা; ২০০৯-এর নভেম্বরে তিনি দীর্ঘ (৩৫ বৎসর ১০ মাস ২২ দিন) কর্মজীবন থেকে অবসর গ্রহণ করেন ড. বি. আর. আম্বেদকর কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও বিভাগীয় প্রধান হিসেবে। ছাত্র-দরদী শিক্ষাবিদ এবং নিরলস কর্মী হিসেবে সুপরিচিত।