জঙ্গলমহলের জীবন ও লোকসংস্কৃতি
- সুভাষচন্দ্র বন্দ্যোপাধ্যায়
জঙ্গলমহলের জীবন ও লোকসংস্কৃতির ওপর একটি প্রামাণ্য গ্রন্থ. ড. সুভাষচন্দ্র বন্দোপাধ্যায় পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়ার বিভিন্ন অঞ্চল -হাতিবাড়ী, কুইলাপাল, বাঁশপাহাড়ি, অযোধ্যা পাহাড়- ইত্যাদি স্থানে ক্ষেত্রকর্ম করেছেন আজ থেকে প্রায় পঞ্চাশ বছর আগে। জঙ্গলমহলের বিস্তীর্ণ অঞ্চলে জীবনকে প্রত্যক্ষ করে, তার সংস্কৃতিক সাংস্কৃতিক রূপটিকে পুঙ্খানুপুঙ্খ করে তুলে ধরেছেন এই গ্রন্থে।