জ্যোতিরিন্দ্র নন্দী : গল্পের অন্দর মহল
- অমরচন্দ্র কর্মকার
আধুনিক বাংলা সাহিত্যের অনন্যস্রষ্টা জ্যোতিরিন্দ্র নন্দী। নির্দিষ্ট কোনো দল বা গোষ্ঠির খাতায় নাম না লিখিয়ে নিবিষ্ট মনে সৃষ্টি করে যান তিনি। হয়তো ‘ফোকাসে’ আসতে পারেন নি। কিন্তু তার সৃষ্টির মূল্যায়ন একান্ত জরুরী। ‘জ্যোতিরিন্দ্র নন্দী : গল্পের অন্দরমহল’-এর পরিকল্পনা এই প্রয়োজনবোধ থেকেই। তবে এখানে শুধুমাত্র তার গল্পসত্তাকে ধরে রাখার চেষ্টা হয়েছে। বাংলা ছোটগল্পে তার স্থান, তার গল্পের ভূবন, প্রকৃতি, ফ্লয়েডীয় মনোবিকলন তত্ত্ব, রাজনীতি, সমাজ-বাস্তবতা, মিথ, চিত্রকল্প, শৈলী, প্রভৃতি প্রসঙ্গের সঙ্গে দশটি প্রতিনিধি স্থানীয় ছোটগল্পের সার্বিক আলোচনা পাঠকের জিজ্ঞাসু মননকে তৃপ্ত করবে আশা করি।
অমরচন্দ্র কর্মকার উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অন্যতম কৃতী ছাত্র। বর্তমানে দেওয়ান আব্দুল গণি কলেজে অধ্যাপনার কাজে নিযুক্ত আছেন। কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে সম্প্রতি তিনি চণ্ডীমঙ্গল কাব্যের উপরে তাঁর গবেষণার কাজটি সম্পন্ন করেছেন। বিভিন্ন স্থানের সমাজ-ইতিহাসকে জানা এবং সাধারণ মানুষের জীবন-যাপন ও চিন্তা-চেতনায় তার প্রভাব খুঁজে পেতে তার ভালো লাগে। কথাসাহিত্য ও লোক-সাহিত্যের অধ্যয়নে তিনি আলাদা তৃপ্তি খুঁজে পান। তিনি বিভিন্ন পত্রিকায় নিয়মিত লেখেন। নিজে ‘মনোভূমি’ নামে একটি পত্রিকা সম্পাদনা করেন। বর্তমান গ্রন্থটি সেই অভিজ্ঞতারই ফসল।