কবির কবিতা কবির গদ্য
- পিনাকেশ সরকার
মধুসূদন রবীন্দ্রনাথ থেকে শুরু করে পরবর্তী দেড়শো বছরে বাংলা। কবিতায় দেখা দিয়েছে অনেক বাঁক। কবিতার ভাবকল্পনায় ও আঙ্গিকে। ঘটেছে অজস্র পরিবর্তন। বিশেষত গত শতকের তিরিশের দশক থেকে যে নতুন কবিতা জন্ম নিল বেশ কয়েকজন প্রতিভাবান কবির হাতে, রূপে গুণে তা নানা দিক থেকেই সমৃদ্ধ করেছে বাংলা সাহিত্যকে। এঁদের অনেকেই আবার মনোরম গদ্যশিল্পী। গল্প উপন্যাসের বাইরে তাদের অনেকেই লিখেছেন স্বাদু প্রবন্ধ, মন্ময় স্মৃতিকথা ডায়েরি কিংবা চিঠিপত্র। সেখানেও উন্মোচিত হয়েছে তাদের অন্তর্ভুবন। নির্বাচিত তেমন কয়েকজনের কবিতা ও গদ্যচর্চা নিয়েই তৈরি হল এই বই।
জন্ম অধুনা বাংলাদেশের রংপুর শহরে (১৯৪৫)। স্নাতকস্তরের পড়াশোনা স্কটিশচার্চ কলেজে এবং স্নাতকোত্তর স্তরে কলকাতা বিশ্ববিদ্যালয়ে। অধ্যাপনার সূচনা স্কটিশচার্চ কলেজে। তারপর যাদবপুর বিশ্ববিদ্যালয়ে একটানা প্রায় ৪৩ বছর পড়িয়ে অবসর গ্রহণ করেছেন ২০১০-এ।
প্রকাশিত গ্রন্থ :রবীন্দ্রনাথ ও আধুনিক বাংলা কবিতা,
কবির কবিতা : নানা কলার কলধ্বনি, উপন্যাসের কবিতা।
সম্পাদিত গ্রন্থ : হারানো দিনের নাটক।
পড়াশোনার বিশেষ ক্ষেত্র : রবীন্দ্রজীবন ও সাহিত্য, বিশ শতকের সাহিত্য। নেশা : আলস্য এবং গান শোনা।