কবিতা নাটক এবং অন্যান্য
- নারায়ণচন্দ্র বসুনীয়া
২৫ অগাস্ট ১৯৬৮। প্রতিষ্ঠা পেল সামসি কলেজ। শিক্ষাদানের সঙ্গে সঙ্গে বৌদ্ধিক ও শারীরিক মান বাড়ানোর প্রয়াস সূচনা থেকেই থাকে। সেই সূত্রেই খেলাধুলা ও নানা শিক্ষামূলক আলোচনা সভার আয়োজন করে কলেজ। ১৭ ফেব্রুয়ারি ২০১৫, আন্তর্জাতিক আলোচনা সভা অনুষ্ঠিত হয় বাঙলা বিভাগ, সামসি কলেজের উদ্যোগে। এই সভায় নেপাল, বাঙলাদেশ এবং ভারতবর্ষের বিভিন্ন স্থান থেকে বিদগ্ধজনেরা অংশগ্রহণ করেন। সাহিত্যের নানা দিক নিয়ে আলোচনা হয় ওই সভায়। পঠিত প্রবন্ধগুলির সঙ্গে আমন্ত্রিত লেখার সম্ভারে প্রকাশ পেল বর্তমান গ্রন্থ। কবিতা, নাটক, বিজ্ঞানচর্চার ইতিহাস, সমাজ ও রাষ্ট্র ভাবনা নিয়ে নানা প্রবন্ধ এই গ্রন্থটিকে সমৃদ্ধ করেছে। প্রবন্ধগুলি যেমন মৌলিক, তেমনি যুক্তি, তথ্য ও তত্ত্বের মিশ্রণে মননশীল অন্বেষণী পাঠকদের প্রাণিত করবে।