কবিতার নজরুল : নজরুলের কবিতা
- প্রসূন মাঝি
কাজী নজরুল ইসলাম বীরত্বপূর্ণ রুদ্রভাবের কবিতা লিখে যে অভিনবত্বের সূচনা করেন, তার বিস্ফোরণে কিছুকাল স্বয়ং কবিগুরুও কিছু ম্লান হয়ে গিয়েছিলেন। তবে শুধু বিদ্রোহ ও বীর্যের হুঙ্কার দিয়েই। নজরুলের কাব্যজীবন শেষ হয়নি। প্রেম ও প্রকৃতির এমন আবেগপূর্ণ। কবিতাও খুব একটা চোখে পড়ে না। প্রেমের গজল গানও তার এক অসামান্য সৃষ্টি। নজরুলের কাব্য-কবিতা গানের নিবিড় পাঠ এই গ্রন্থের মুল উপজীব্য।