কথাকার ননী ভৌমিক জীবন - বীক্ষায় স্বতন্ত্র স্বর
- প্রজাপতি দাস
্রবাসে খসে পড়া বাংলাসাহিত্যের উজ্জ্বল তারা। ননী ভৌমিক। বিস্মৃতির অতলে জমে থাকা নামটি উচ্চারনেই জেগে ওঠে খুলোমাটি, ধানকানা, চৈত্রদিন পাঠের স্মৃতি। আরও স্বতন্ত্র মানসিকতা ও প্রত্যয়ী পাঠক শিহরণের সাঙ্গে অনুভব করেন পুনঃপাঠের তাগিদ। তবুও তিনি বাঙালি পাঠক ও সারস্বত সমাজে কতটুকু পঠিত ও আলোচিত? ব্যক্তি ও শিল্পী ননী ভৌমিক-এর প্রতি সারস্বত সমাজের চরম উঁদাসীন্য, উপেক্ষা আর উপেক্ষাই, তার ট্রাজিক পরিণতির দায় এড়াতে পারে কি?