কথাসাহিত্য : কথাসাহিত্যিক
- বিশ্ববন্ধু ভট্টাচার্য
কথায় কথায় সময়টা বাঁধা পড়ে। শব্দে শব্দে ধরা থাকে মন বদলের ইতিহাস। সেইসব ভাবনা, অনুভব, অনুযোগ ও অভিমান গল্পে, উপন্যাসে অবয়ব পায়। সমাজ বদলের ধারায়, ইজামে-ইজমে কযুগ আসে, ফিরেও যায় কালের সত্যকে মেনে। মনের আলো-অন্ধকারগুলো কখনও দিগন্ত ছোঁয়, কখনও সর্পিল গতিপথ বেয়ে অতলে তলিয়ে যায়। কথাসাহিত্যের সেই বিস্তৃত ধারা ভগীরথদের কিছু ভাব ও ভাবনাকে বিশ্লেষণী দৃষ্টির আনুবীক্ষণিক সন্ধানে ফিরে দেখা হল এখানে। বঙ্কিমচন্দ্র থেকে শুরু করে হাল আমলের অমলেন্দু চক্রবর্তীর মতন কিংবদন্তী সাহিত্য-ব্যক্তিত্বকে নিয়ে আলাপ জমালেন বিশিষ্ট প্রাবন্ধিক বিশ্ববন্ধু ভট্টাচার্য। আসলে সাহিত্যের এক চলমান ইতিহাসই বাত্ময় হয়ে উঠল এখানে, সাবলীল কথনে, আকর্ষনীয় ভঙ্গিমায় দুই মলাটের এই আশ্রয়ে।।
জন্ম ১৯৩৫ বর্তমান বাংলাদেশের বরিশাল শহরে। শিক্ষাদীক্ষা সমস্তই কলকাতায়। বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে বাংলাভাষা ও সাহিত্যের অধ্যাপক রূপে অবসর নেন। এছাড়া পশ্চিমবঙ্গ এবং বাইরের কয়েকটি বিশ্ববিদ্যালয়ের সঙ্গেও অতিথি অধ্যাপক বা ভিজিটিং অধ্যাপক হিসেবে যুক্ত ছিলেন। প্রধানত, কথাসাহিত্যই তার গবেষণা ও আলোচনার প্রিয় বিষয়। বাংলা রাজনৈতিক বিন্যাসের প্রথম পর্যায় তার উল্লেখযোগ্য গবেষণা গ্রন্থ। এছাড়া ‘ঔপন্যাসিক মানিক বন্দ্যোপাধ্যায়’ শীর্ষক একটি উল্লেখযোগ্য গ্রন্থও রয়েছে। এগুলি ছাড়া ত্রৈলোক্যনাথ ও বিভূতিভূষণ মুখোপাধ্যায়ের সরস গল্পের সম্পাদনা করেছেন। বাংলা প্রগতি সাহিত্যের একটি সংকলন যুগ্মভাবে সম্পাদনা করেছেন। বর্তমান গ্রন্থটি বিভিন্ন পত্র-পত্রিকায় বিভিন্ন সময়ে প্রকাশিত প্রবন্ধের সংকলন।