কথাসাহিত্য ও অন্যান্য
- মনোজ ভোজ
২৫ অগাস্ট ১৯৬৮। প্রতিষ্ঠা পেল সামসি কলেজ। শিক্ষাদানের সঙ্গে সঙ্গে বৌদ্ধিক ও শারীরিক মান বাড়ানোর প্রয়াস সূচনা থেকেই থাকে। সেই সূত্রেই খেলাধুলা ও নানা শিক্ষামূলক আলোচনা সভার আয়োজন করে কলেজ। ১৭ ফেব্রুয়ারি ২০১৫, আন্তর্জাতিক আলোচনা সভা অনুষ্ঠিত হয় বাঙলা বিভাগ, সামসি কলেজের উদ্যোগে। এই সভায় নেপাল, বাংলাদেশ এবং ভারতবর্ষের বিভিন্ন স্থান থেকে বিদগ্ধজনেরা অংশগ্রহণ করেন। সাহিত্যের নানা দিক নিয়ে আলোচনা হয় ওই সভায়। পঠিত প্রবন্ধগুলির সঙ্গে আমন্ত্রিত লেখার সম্ভারে প্রকাশ পেল বর্তমান গ্রন্থ। কবিতা, নাটক, বিজ্ঞানচর্চার ইতিহাস, সমাজ ও রাষ্ট্র ভাবনা নিয়ে নানা প্রবন্ধ এই গ্রন্থটিকে সমৃদ্ধ করেছে। প্রবন্ধগুলি যেমন মৌলিক, তেমনি যুক্তি, তথ্য ও তত্ত্বের মিশ্রণে মননশীল অন্বেষণী পাঠকদের প্রাণিত করবে।
শিক্ষিত হবার তোড়জোড় কস্মিনকালেও ছিল না। অশিক্ষিত শিরোপা নিয়েই প্রথাগত শিক্ষায় অনেকের মতো স্নাতকোত্তর ডিগ্রি পার করা। তথাপি ইউনিভার্সিটির রিসার্চ স্কলার হিসেবে অর্থপ্রাপ্তি যোগে নাটক বিষয়ে গবেষণা কল্যনী বিশ্ববিদ্যালয় থেকে। জীবন ধারণের তাড়নায় এঘাটে-ওঘাটে নৌকা বেঁধে মনোজ ভোজ কিছুদিন কাঁচড়াপাড়া কলেজে এবং এখনও পর্যন্ত সামসি কলেজে বাংলা বিভাগে অধ্যাপনা। কবি হওয়ার জন্য প্রাণান্তকর প্রয়াস পছন্দের নয়। অথচ প্রকাশ পেল তিনটি কবিতার বই। অভিনয়, নাট্যপরিচালনায়, নাটক রচনায় কোনোদিন নিজেকে পাকাতে পারেননি। ‘অক্ষ’ নাট্যদল ও সামসি কলেজ নাট্যপ্রশিক্ষণ কেন্দ্র গড়ে উঠল তবু তাঁরই পাগলামিতে। এই দুটি ক্ষেত্রেই তাঁর নাট্যচর্চা। এলোমেলো জীবনে সখা ও বন্ধুদলের তাগদায় বেশ কিছু নাটক রচনা করে ফেললেন হাজার অদক্ষতা সত্বেও।