কথাসাহিত্যের কিছু কথা
- মৃণালকান্তি মণ্ডল
গ্রন্থে মোট তেরোটি প্রবন্ধ রয়েছে। বাংলা গল্প ও উপন্যাসের বিভিন্ন বিষয় নিয়ে এই প্রবন্ধগুলি লেখা। কথাসাহিত্যের আলোচনায় টেক্সট বা মূল পাঠকে অবলম্বন করে সাহিত্যের রসাস্বাদন সম্ভব। সেই আলোচনা একই সঙ্গে বহুমুখী ভাবনা ও নানা প্রশ্নের মুখোমুখি করে আমাদের। সাহিত্যের সঙ্গে জড়িয়ে থাকে দেশকাল-সমাজ-সংস্কৃতির বিচিত্র ধারা। এই প্রবন্ধগুলিতে লেখক সেইসব অভিমুখের সন্ধান করতে চেয়েছেন।