লালসালু চিন্তায়-চেতনায়
- শ্রাবণী রায়
বন্ধ্যা সময়ের বদ্ধতার শিকড় প্রোথিত যে সমাজের শরীর-আত্মায় সেই সমাজের এক ভয়ঙ্কর অন্ধত্বের কথাকার সৈয়দ ওয়ালিউল্লাহ। তার সঙ্গেই অমরত্ব লাভ করেছে তার ‘লাল-সালু’ উপন্যাস। ধর্মীয় নানা আবরণ যার সাহিত্য-সত্তাকে মাঝে। মাঝেই আবৃত করেছে, এমন কি চলচ্চিত্রে যার প্রতিফলনও রাষ্ট্রীয় হস্তক্ষেপের কারণ হয়েছে; আজ বিভাজিত বঙ্গের দ্বিতীয় অংশেও সেই উপন্যাসের সম্পর্কে আগ্রহ তুমুল। আলোচ্য বইটিতে প্রিজমের নানা কোণ থেকে বিভিন্ন বিচ্ছুরণে সেই মানসদ্যুতিই ছুঁয়ে গেছেন মননঋদ্ধ কিছু মানুষ।