লোকঐতিহ্যের দর্পণে জগজ্জীবন ঘোষালের মনসামঙ্গল কাব্য
- বর্ণালী প্রামাণিক
মঙ্গলকাব্য পাঠ হল সময়কে ছুঁতে চাওয়ার চেষ্টা। আজকের ঘোড়দৌড়ময় জীবনে দাঁড়িয়ে মঙ্গলকাব্য পড়া মানে সময় নষ্ট মনে হতে পারে। কিন্তু এই ছেড়াপুঁথির কাব্যগুলি হল আমাদের অতীত ইতিহাস। ইতিহাসকে না জানলে বর্তমানকে উপলব্ধি করা যায় না। কারণ সময়ের চাকায় বর্তমান হয় অতীত। একথা সত্য যে মঙ্গলকাব্যগুলি নির্দিষ্ট নিয়ম মেনে রচিত। তবু প্রত্যেক কবিরাই চরিত্র-চিত্ৰণ তথা সমাজ-চিত্রণে মৌলিকতার পরিচয় রেখে গেছেন। দেব-দেবীর চরিত্রের আড়ালে সমাজ-পরিবেশ-রীতি-নীতি উকি মেরেছে। জগজ্জীবন ঘোষালের ‘মনসামঙ্গল’ কাব্যপাঠে তা বিশেষভাবে উপলব্ধ হয়। কাব্যের ‘দেবখণ্ড’ থেকে ‘বানিয়াখণ্ড’ জুড়ে ছড়িয়ে রয়েছে। লোকসংস্কৃতির নানান উপাদান বর্তমান গ্রন্থে তার। প্রতিটি বিষয়ই আলোচনা করার চেষ্টা করা হয়েছে। কবি প্রতিভার এই মূল্যায়ন জগজ্জীবনের কাব্যকে এক ভিন্ন মর্যাদা দান করবে বলে আমার বিশ্বাস।