লোককথার মেয়েরা এবং অন্যান্য
- ঈশা পাল
লোককথার একটি বড় অংশ মূলত মহিলাদের দ্বারা রচিত এবং প্রচারিত। কিন্তু একটু তলিয়ে দেখলে বোঝা যায় পুরুষতন্ত্রের প্রভাবে তাদের ভূমিকা কোথাও সম্মানের নয় - বেদনার, দুঃখের, বঞ্চনার সেই বেদনাময় অবস্থান-ই আলোচনা হয়েছে এই গ্রন্থের একাধিক প্রবন্ধে। অন্যান্য প্রবন্ধে দেখানো হয়েছে সাধারণ মানুষের ইচ্ছাপূরণ কেমনভাবে ফুটে উঠেছে। ‘গোপাল ভাঁড়’-এর গল্পে কিংবা নাগরিক জনমানসের আকাঙ্খা প্রকাশিত হয় বিজ্ঞাপনের ভাষায়।