লোকসংস্কৃতি সঙ্কট ও সম্ভাবনা
- চণ্ডীচরণ মুড়া
লোকসংস্কৃতির বিস্তার সর্বত্র। দেশের সীমারেখায় সীমাবদ্ধ নয়। তবে সব দেশেই সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে তার রূপান্তর ঘটে ক্রমশ। আবার কখনও বিশেষ পৃষ্ঠপোষকতা ও প্রচারের কারণে যেমন তার। সম্ভাবনার দিকটি উজ্জ্বলতর হয়ে ওঠে, তেমনি ‘লোক’-এর চাহিদা ও গ্রহণযোগ্যতায় নব নব সংস্কৃতির অনুপ্রবেশ কোনও কোনও ক্ষেত্রে অতীত সংস্কৃতির সঙ্কটের কারণ হয়ে দাঁড়ায়। গ্রহণ-বর্জনের মধ্যে দিয়েই তার পথচলা। তবে গ্রন্থটিতে এই বঙ্গেরই বিশেষ বিশেষ সংস্কৃতির সঙ্কট ও সম্ভাবনার দিকটি ধরা থাকল।