লোকসংগীত : স্বরূপ শোষণ ও প্রতিক্রিয়া
- পঙ্কজ বিশ্বাস
লোকসংগীত সৃষ্টির মূলে আছে লোকজীবনের প্রত্যক্ষ অভিজ্ঞতা। আনন্দবিধানের সীমা পেরিয়ে তাই, বৃহত্তর জনগোষ্ঠীর এই সংগীতে অনিবার্যভাবে ঠাই পেয়েছে সমাজের নানা অসঙ্গতির দিকগুলি। অন্যায়, অত্যাচার, নিপীড়ন, দুর্নীতি, কুসংস্কার - কিছুই বাদ যায়নি। এই দৃষ্টিকোণে লোকসংগীত সমাজদর্পণও। সেই ছবিকেই আমাদের মতো করে বুঝে নেবার চেষ্টা।
জন্ম ১০ আগস্ট ১৯৮৭। নদিয়ার রানাঘাটে। শ্ৰীধরপুর গ্রামে। প্রাথমিক শিক্ষা রামকৃষ্ণ সারদা মিশন ইনস্টিটিউশন। পুর্ণনগর পূর্ণচন্দ্র উচ্চ-মাধ্যমিক বিদ্যালয় থেকে মাধ্যমিক ও উচ্চ-মাধ্যমিকা। চাকদহ কলেজ থেকে বাংলা ভাষা ও সাহিত্যে সাম্মানিক স্নাতক। কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি লাভ। বর্তমানে চাপড়া গভর্নমেন্ট কলেজে অধ্যাপনারত। পাশাপাশি কল্যাণী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে চলছে পি.এইচ.ডি. গবেষণার কাজ। বিষয় ‘সুনীলের কবিতা; বৈচিত্রের রৌদ্রছায়া’। প্রকাশিত কবিতার বই ‘একুশ লোকের অমৃত নোট’। এটি তৃতীয় বই। নেশা সাহিত্য, সিনেমা, গান।