লোরচন্দ্রাণী : পুরাণকল্প রূপ-রূপান্তর
- চিরঞ্জীব মুখার্জী ।চন্দ্রাণী মুখার্জী
‘বিবিধের মাঝে দেখ মিলন মহান’-মন্ত্রে দীক্ষিত ভারতবর্ষকে জানতে হলে বাংলা সাহিত্যের যে পৃষ্ঠাগুলির প্রতি দৃষ্টিক্ষেপ করতে হয়, তার মধ্যে সপ্তদশ শতাব্দীর আরাকান রাজসভার কবি দৌলত কাজির ‘লোরচন্দ্রাণী’ একটি উল্লেখযোগ্য অধ্যায়। বৌদ্ধ-মুসলিম ও হিন্দু সংস্কৃতির কোলাজে ভক্তিবাদ ও ধর্মচেতনার গতানুগতিক ছাঁচভাঙা এ কাব্যটি - মধ্যযুগীয় সাহিত্যখাতে আধুনিক যুগপ্রবাহ। মানবতাবাদ, সুফী সাধনার গভীরতা, সর্বধর্ম সমন্বয়ের দৃষ্টিভঙ্গি, রাজসভার দরবারী মনোভাব, পরকীয়া প্রেমের রূপকথা, অমোঘ নিয়তি তাড়িত ট্রাজেডি, সতীত্ব ও পবিত্রতার প্রশ্নমুখে নারী, দাম্পত্যের টানাপোড়েন — সবমিলিয়ে গ্রন্থখানি স্বাতন্ত্র্য, অভিনবত্ব ও মৌলিকতার দাবিদার। একবিংশ শতাব্দীর দৃষ্টিভঙ্গিতে সপ্তদশ শতকের ভাব ও ভাবনার বিশ্লেষণী সেতু বন্ধনের প্রচেষ্টায় আলোচ্য গ্রন্থটির প্রণয়ন।