মহাশ্বেতার গল্প : মহাশ্বেতার সন্ধানে
- উৎপল মণ্ডল কামনা মজুমদার
মহাশ্বেতা দেবীর কর্মকাণ্ডের জগৎ—এক অন্য জগৎ। মূল স্রোতের বাইরে, কেমন সে জগৎ? ইতিহাস আর ভূগোলকে সঙ্গে নিয়ে সেই জগৎ যখন হয়ে ওঠে অনন্য এক সৃষ্টি, তখন সেটাই বা কেমন? আর সেই সৃষ্টির মধ্যে কতটুকুই বা উঠে আসেন স্রষ্টা ? কোথায় তার আন্তরিকতা আর স্বাতন্ত্র—অন্যদের থেকে? এই জিজ্ঞাসারই আন্তরিক অনুসন্ধান