মহিষকুড়ার উপকথা কথায় কথায়
- মৃদুল ঘোষ
মহিষকুড়ার উপকথা অমিয়ভূষণ মজুমদারের অনন্য সৃষ্টি। উত্তরবাঙ্গের তরাই ডূয়ার্স এর জঙ্গল ঘেরা অরণ্যভূমির প্রান্তে বসবাসকারী মানুষের জীবনচর্যার ইতিকথা এই উপন্যাসে। “একটি খামারের গল্প" এর কাহিনি বর্ধিত করে নির্মাণ করেছেন আলোচ্য উপন্যাস স্বার্থান্বেষী, কুচক্রী , ধনবান মানুষের হাতে নিপীড়িত হচ্ছে বিবেকবান ও অসহায় নিরুপায় মানুষেরা। পাশাপাশি সমাজ বিবর্তনের নতুন ধারা লেখকের চিন্তায় অনন্য রূপ পেয়েছে।