মনঃসমীক্ষণ তত্ত
- জহর এ মণ্ডল
আধুনিক যুগের অন্যতম শ্রেষ্ঠ আবিস্কার হল ‘মনঃসমীক্ষণ তত্ত্ব’ (Psycho-analyticl Theoryanalytical Theory)। ফ্রয়েডই সর্বথমে ‘মানবীয় মন’ (Human Mindnd)-কে বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা-বিশ্লেষণ করেন। ‘মন’ (Mind), ‘চেতনা’ (Consciousness) ও ‘চেতনা প্রবাহ’ (Stream of Consciousness) যে কৌণিকতায় মূল্যায়ন করা হয় তার তাত্ত্বিক নাম ‘সাইকোএ্যানালিসিস’ (Psycho-analysis)। শব্দটি দুটি বিষয়কে ইঙ্গিত করে : ‘সাইকো-এ্যানালিটিক্যাল থিয়োরি’ (Psycho-analytical Theory) ও ‘সাইকো-এ্যানালিটিক্যাল মেথড’ (Psycho-analytical Method)। প্রথমটি নন্দনকলা আর দ্বিতীয়টি চিকিৎসা বিজ্ঞানে প্রযোজ্য। এই দুটি বিষয় আলোচ্য গ্রন্থে লেখক সহজ, সরল ও প্রাঞ্জল ভাষায় আলোচনা করেছেন।